শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক// পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খানের স্বাক্ষরিত চিঠিতে স্থগিত ওই কেন্দ্রের চেয়ারম্যান, ১ ও ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে ফের ভোট গ্রহণের কথা জানানো হয়েছে।
কেন্দ্র দুটি হলো- শিয়ালকাঠী ইউনিয়নের ৪৬নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (তালুকদার হাট) ও ৪৭নং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (মোল্লাবাড়ী) ।
কাউখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা কাউখালী সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে অস্থায়ী ক্যাম্প করেছেন। বিজিবি সদস্যরা নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে নিয়মিত টহল দেওয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা দিবে। নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে বিজিবির সদস্যরা নির্বাচনের পরের দিন পর্যন্ত থাকবে।’
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খান জুলহাস কবীর বলেন, ‘২০১৬ সালের ২২ মার্চ কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৪৬ নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (তালুকদার হাট) এক মেম্বার প্রার্থী ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৬ রাউন্ড গুলি চালায়। ভিন্ন ঘটনায় দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষ ঘটলে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। ’
তিনি আরও বলেন, ‘ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে প্রিসাইডিং অফিসার চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান গাজীর কাছে লিখিত দেন ভোট বন্ধ করা হয়েছে। সন্ধ্যায় আবার রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের ফলাফল জমা দেন। বিষয়টি জানতে পেরে সিদ্দিকুর রহমান নির্বাচন কমিশনে অভিযোগ দেন। এরপরে নির্বাচন কমিশন থেকে তদন্তে এসে কর্মকতারা অভিযোগের সত্যতা পান এবং ফলাফল বাতিল করেন। বাতিল হওয়ার পরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার সিকদার ফলাফল বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেন। উচ্চ আদালতে মামলা খারিজ হওয়ার পরে এফিলিয়েট ডিভিশনে মামলা দায়ের করেন। সেখানেও দেলোয়ার সিকদারের মামলা খারিজ হয়ে যায়।
এরপর নির্বাচন কমিশন এ নির্বাচনের ঘোষণা দেয়। এছাড়া ওই ইউনিয়নের ৪৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (মোল্লা বাড়ী) লোকজন প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। প্রিসাইডিং অফিসার বিষয়টি আমাকে জানায়। এরপর ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়।’
Leave a Reply