মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে অগ্নিকান্ডে তোকাচ্ছের হাওলাদার নামে এক ব্যবসায়ির বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে বেকুটিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ির আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, বেকুটিয়া গ্রামের ব্যবসায়ী তোকাচ্ছের হাওলাদার এর বসতঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিলো। আজ রবিবার সকাল ১টার দিকে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে পরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ন ঘরে। আগুনে পুরো বসতঘরটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়। কাউখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহোযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি তোকাচ্ছের হাওলাদার জানান, বসতঘরে থাকা নগদ ২ লাখ টাকা,স্বর্ণলংকার ও মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে । কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা অগ্নিকাÐের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকে উপজেলা প্রশাসন হতে তাৎক্ষণিক সাময়িক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকে আরও সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply