রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি:রাজাপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনার পর ওই চিকিৎসক ও ফার্মেসির মালিক পালিয়ে গেছে। মঙ্গলবার সকালে (১২ মার্চ) রাজাপুরে এ ঘটনা ঘটে।গৃহবধূর স্বজনরা বলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের স্ত্রী সালমা বেগম তার ১১ মাসের শিশু সন্তানকে বুকের দুধ খাওয়াতে গিয়ে স্তনের অসুখে ভোগেন।
আজ মঙ্গলবার সকালে গৃহবধূ সালমা স্থানীয় খায়েরহাট বাজারের একটি ঔষধের ফার্মেসি সাইমা মেডিকেল হলে পল্লী চিকিৎসক মুহসিন উদ্দিনের কাছে আসেন। এসময় ওই পল্লী চিকিৎসক ট্রাইজেক্ট নামের একটি ইনজেকশন গৃহবধূর শরীরে পুশ করে।
আর এরপরই ওই গৃহবধূ আসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে গৃহবধূকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল খায়ের মাহামুদ রাসেল বলেন, ইনজেকশন দ্রুত পুশ করার কারণে পার্শ্ব প্রতিক্রিয়ায় গৃহবধূর মৃত্যু হতে পারে।
এদিকে ঘটনার পর থেকেই ওই পল্লী চিকিৎসক ও ফার্মেসী মালিক সজিব খান পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। গৃহবধূর পরিবার এ ঘটনায় একটি মামলা দায়েরে প্রস্তুতি নিয়েছে।
Leave a Reply