শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসলো সেতুর আরেকটি স্প্যান। ২৪তম স্প্যান বসানোর ১০ দিন পর ২৫তম স্প্যান বসানো হলো। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ৫-ই আইডি নম্বরের স্প্যানটি ২৯ ও ৩০ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। এখন সেতু দৃশ্যমান ৩ হাজার ৭৫০ মিটার।
বিষয়টি নিশ্চিত করেছেন সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর। তিনি জানান, ৫-ই স্প্যান স্থায়ীভাবে ২৯-৩০ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং এর মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে ২৫তম স্প্যান ২৯ ও ৩০ নম্বর পিয়ারের কাছে নেওয়া হয় এবং বেলা ৩ টায় পিয়ারের ওপর তা বসানো হয়। তিনি আরও জানান, সেতুর ২৫ তম স্প্যান জাজিরা প্রান্তে বসানোর পর মূল সেতুর ৩৭৫০ মিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি বসানো সম্পন্ন হল।
এদিকে গেল মাস (জানুয়ারি) পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৭ ভাগ এবং মূল সেতুর ভৌত অগ্রগতি ৮৬ ভাগ। ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে পদ্মা সেতু। গত মাস পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিভুত ব্যয় হয়েছে ২১৪৮৪ কোটি টাকার বেশি।
Leave a Reply