বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ আরসিসি নির্মিত এই সড়কটির পুরনো লোহার রড বের হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। হাসপাতালের সেবাপ্রত্যাশী রোগীদের পাশাপাশি রোগীবাহী অ্যাম্বুলেন্সচালকরাও রয়েছে চরম ভোগান্তিতে।
পটুয়াখালী মেডিকেল কলেজের চলমান উন্নয়ন প্রকল্পের ভারি মালামাল বহন, টানা বৃষ্টি এবং সংস্কারের অভাবে সড়কটি পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। এ প্রসঙ্গে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবদুল মতিন জানান, সড়কটি সংস্কারের জন্য পৌরসভাকে অবহিত করা হয়েছে।
শিগগিরই সংস্কার কাজে হাত দেবে পৌর কর্তৃপক্ষ। ২০১৫ সালে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে মেরামত হয় পটুয়াখালী মেডিকেল কলেজের দক্ষিণ পাশের এই সড়কটি। এরপর এই সড়কটিতে আর সংস্কারের ছোঁয়া লাগেনি।
মেডিকেল কলেজ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড, সাবরেজিস্ট্রি অফিস, বাংলাদেশ টেলিভিশনের উপসম্প্রচার কেন্দ্র, পুলিশ সুপারের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ এই সড়কটির মাধ্যমে হয়।
এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতাল কর্তৃপক্ষের যানবাহন এই সড়কটি ব্যবহার করে থাকে। কিন্তু এক মাস ধরে ওই সড়কে সব যান চলাচল বন্ধ রয়েছে।
পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন আরজু ও পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, টানা বৃষ্টির কারণে সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। মাঝখানে মেরামত করা হয়েছিল।
পটুয়াখালী মেডিকেল কলেজের চলমান উন্নয়ন প্রকল্পের ভারি মালামাল বহন করতে গিয়ে সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৃষ্টির কারণে উন্নয়ন কাজ শুরু করা যাচ্ছে না।
Leave a Reply