সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় শিফটের সব শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ২য়, ৪র্থ ও ৬ ষ্ঠ পর্বের শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারী) পলিটেকনিক ইন্সটিটিউট থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ওই খানে ঘন্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা।
পরে ক্লাস শুরুর দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় আন্দোলন কারীরা। এসময় বক্তব্য রাখেন দ্বিতীয় শিফটের শিক্ষার্থী মীর মোহম্মদ মহিবুল্লাহ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হৃদয় আহম্মেদ, তৃণা বিশ্বাস, হারুন অর রশিদ, সম্রাট, রাফি আহম্মেদ, একরামুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য বিষয়ে পাঠদান চললেও ১ লা ফেব্রুয়ারি থেকে চলমান সময় পর্যন্ত পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ বর্ষের সব পাঠদান বন্ধ করে দেন শিক্ষকরা। সাধারণ ছাত্ররা শিক্ষকদের কাছে শেসন নেয়ার জন্য অনুরোধ জানালেও তারা কোনো প্রতিকার পায়নি।
Leave a Reply