রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সদস্য ও ছোটবাইশদিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক রিয়াজ দালাল সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংগঠনটির উপজেলা কমিটির আহ্বায়ক রওশন মৃধার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে শুক্রবার দুপুরে রাঙ্গাবালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াজ দালাল অভিযোগ করেন, শ্রমিক লীগের নীতি ও আদর্শ ধারণ করে সংগঠনে যোগ দিয়েছিলেন তিনি।
কিন্তু বর্তমানে শ্রমিক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক রওশন মৃধার বিতর্কিত কর্মকান্ডে সংগঠনটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। নিজের কার্যসিদ্ধি ও লাভবান হতে সংগঠনটিকে ব্যবহার করছেন রওশন।
২০১৮ সালের ১৮ মার্চ রওশন ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে তথ্য দেন রিয়াজ। তিনি বলেন, ছোটবাইশদিয়া ইউনিয়নে রওশন মৃধা সংগঠনের নাম ভাঙিয়ে স্লুইসগেট ও খালনালাও নিজের কব্জায় করে নিয়েছেন। যার কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তাই শ্রমিক লীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এসব অভিযোগের বিষয়ে শ্রমিক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক রওশন মৃধা বলেন, দলে কোন্দল সৃষ্টি করতে একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আর রিয়াজ দালাল উপজেলা কমিটির সদস্য। কিন্তু ইউনিয়ন কমিটি এটি ভিত্তিহীন বলে দাবি করে। রিয়াজকে আমাদের প্রোগামে পাওয়া যায় না।
তিনি এই ছাত্রলীগে আবার এই যুবলীগে যান। আমরা ৬-৭ মাস পর্যন্ত তাকে কোনো কর্মকান্ডে ডাকি না। তবে সংগঠনের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মৃধা বলেন, ‘রিয়াজকে ছোটবাইশদিয়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক করা হয়েছিল।
Leave a Reply