শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী সদর উপজেলার বল্লভপুর গ্রামে মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদে তবলিগ জামাতে আসা ৯ জন মুসল্লিকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার রাতে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম মুসল্লিদের ওই মসজিদেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ওই ৯ মুসল্লি গত ৮৬ দিন দেশের বিভিন্ন এলাকায় ঘুরে এসেছেন। করোনা সংক্রমণ ঠেকাতে তাদের ওই মসজিদে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন মোহম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। বর্তমানে জেলায় ৩৩ জন কোয়ারেন্টিনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের নমুনা সংগ্রহ করে আইপিএইচে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
তিনি জানান, জেলা সদরের ২০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ইউনিট ছাড়াও প্রতি উপজেলায় ৫ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ইউনিট খোলা হয়েছে।
এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করনে সোমবার থেকে বিকাল ৫টার পরে পটুয়াখালীতে ওষুধের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
Leave a Reply