শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় ওই কর্মকর্তার অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে।
স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃত আনজের আলী ফকিরের ছেলে ওমর ফারুক (৪৫) এ হামলা চালায়। এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে। এ সময় আটক ফারুকের কাছ থেকে একটি দেশীয় চাক জব্দ করা হয়।
ফারুকের প্রতিবেশী আবদুল কাদের ও শহিদুল ইসলাম জানান, তিন বছর আগে ফারুক স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় চলে যান। ওই সময়ের পর থেকে সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, হামলাকারী বা তার পরিবারের কেউ আমার পরিচিত নয়। জরুরি সভা ডেকেছি, কর্মকর্তা-কর্মচারীদের মতামত নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply