শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে পটুয়াখালীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পটুয়াখালী নতুন প্রজন্মের ব্যানারে এ কর্মসূচি শেষে ‘এসো সকল নতুন কুড়ি, নিরাপদ শহর গড়ি’ এ শ্লোগান সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. ইসলাম চৌধুরীর কাছে দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নোমান মিঠু, আদনান হাবিব খান, মীর মোহাম্মদ মহিব্বুল্লাহ, ও নিবির দাস গুপ্ত প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পটুয়াখালী একটি শান্তির শহর। তবে সম্প্রতি সময়ে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। কিশোরদের এমনসব কর্মকাণ্ড চিহ্নিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনায়ন এর দাবি জানানো হয়।
Leave a Reply