রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
থানা প্রতিনিধি:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মা ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে অবহিতকরণ সভা করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনয়তনে এ সভা করা হয়। ইউনিসেফের পৃষ্ঠপোষকতায় কেয়ার বাংলাদেশের বাস্তবায়নে আইএমএসআরএইচআর ও এমএনএইচ প্রকল্পের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার, রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া ও আইয়ুব খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জনবল সংকট, অনুন্নত অবকাঠামো, পানি নিষ্কাশন না থাকাসহ নানা সমস্যায় উপজেলার ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক জর্জরিত। যারফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। মা ও শিশু মৃত্যুহার কমাতে হলে এ সমস্যা থেকে উত্তরণ প্রয়োজন।
Leave a Reply