বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি।। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিদেশফেরত ১০২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালি, বাহরাইন ও ভারত থেকে আসা ১০২ ব্যক্তির তালিকা করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশ থেকে আসা ব্যক্তিরা যাতে নিজ বাড়ি থেকে বের না হন, সেজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এলাকাবাসীও সজাগ রয়েছেন। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ বাইরে ঘোরাঘুরি করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply