সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ইটবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নিমজ্জিত ট্রলারের পাঁচ শ্রমিককে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক। তাদের সন্ধানে স্বজনরা এবং স্থানীয় মানুষরা নদীর তীরে ভীড় করছে।শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাবনাবাদ নদে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ শ্রমিকরা হলেন- মো. নুরুল ইসলাম (৩০) এবং মো. সাইফুল ইসলাম (২৮)।
উদ্ধার হওয়া শ্রমিক মো. মানিক জানান, শুক্রবার বিকেলে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের মো. রুহুল আমীন এর সততা ইটভাটা থেকে একটি ট্রলারে ইটবোঝাই করে গলাচিপা যাচ্ছিলেন। রাত গভীর হওয়ায় ওই দিন রাতে চাম্পাপুর ইউনিয়নের পাটুয়া লঞ্চঘাট এলাকায় ট্রলারটি নোঙর করে ট্রলারের সাত শ্রমিক ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে একটি বাল্কহেড এসে নোঙর করা ইট বোঝাই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি সাত শ্রমিকসহ ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের পাঁচ শ্রমিককে উদ্ধার করা হলেও ওই দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান এবং কলাপাড়া থানার পুলিশ সদস্য, নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির মাহমুদ, ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার এবং চাম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার প্রমুখ।কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব মিস্ত্রি জানান, নিমজ্জিত ট্রলারের উদ্ধার হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে মো. মানিক আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে নিমজ্জিত ট্রলার ও নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
Leave a Reply