বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে রোজিনা বেগম (২৭) নামের এক গৃহবধূর ‘মৃত্যু’ হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে রোজিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তার বাবার নাম হোসেন, স্বামীর নাম হাসান বেপারি (৩০)। ঘটনার পর থেকে হাসান ও তার পরিবার গা-ঢাকা দিয়েছেন।
নিরব জানান, ৪ বছর আগে কেশবপুর গ্রামের মিন্টু বেপারির ছেলে হাসান ব্যাপারির সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর রোজিনার কাছে বিভিন্ন সময় নানা অজুহাতে টাকা চাইতেন হাসান। এর মধ্যে তাদের একটি মেয়ে সন্তান জন্ম নেয়। বোন ও ভাগনির কথা চিন্তা করে নানা সময় ধারদেনা করে হাসানকে টাকা দেওয়া হতো। গতকাল রোববার বিকেলে হাসান ও রোজিনার ঝগড়া হয়।
নিরব বলেন, ‘সন্ধ্যায় আমাকে খবর দেওয়া হয় রোজিনা অসুস্থ হয়ে পড়ায় হাসান তাকে অচেতন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’ নিরবের দাবি, এটা সাধারণ কোনো মৃত্যু নয়। হাসানই তার বোনকে হত্যা করেছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের খবর দেওয়া হলে ওই নারীর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বাকি ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply