বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক মেডিকেল অফিসার ডা. তনিমা পারভীন রুনার অবহেলায় জবেদা বেগম (৬৫) নামের এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (০৭ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত জবেদা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মৃত সুলতান মিয়ার স্ত্রী।
রোগীর স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যায় জবেদা হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তনিমা পারভীন রুনা সাময়িক চিকিৎসা প্রদান করে রোগীকে বরিশালে রেফার করেন। এরমধ্যে এ্যাম্বুলেন্স আসতে দেরি করলে রোগীর স্বজনরা ফের ওই চিকিৎসকের কাছে গেলে তিনি স্বজনদের সাথে অস্বাদাচারন করেন এবং চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। এসময় রোগীর স্বজনরা উত্তেজিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এদিকে ওই রোগীকে বরিশালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন রোগীর স্বজন শাহিনা পারভীন সীমা। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি চিকিৎসক তনিমা পারভীন রুনাকে।
কলাপাড়া থানার ভারপ্রাপÍ কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক মেডিকেল অফিসার ডা. তনিমা পারভীন রুনার অবহেলায় জবেদা বেগম (৬৫) নামের এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (০৭ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত জবেদা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মৃত সুলতান মিয়ার স্ত্রী।
রোগীর স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যায় জবেদা হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তনিমা পারভীন রুনা সাময়িক চিকিৎসা প্রদান করে রোগীকে বরিশালে রেফার করেন। এরমধ্যে এ্যাম্বুলেন্স আসতে দেরি করলে রোগীর স্বজনরা ফের ওই চিকিৎসকের কাছে গেলে তিনি স্বজনদের সাথে অস্বাদাচারন করেন এবং চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। এসময় রোগীর স্বজনরা উত্তেজিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এদিকে ওই রোগীকে বরিশালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন রোগীর স্বজন শাহিনা পারভীন সীমা। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি চিকিৎসক তনিমা পারভীন রুনাকে।
কলাপাড়া থানার ভারপ্রাপÍ কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply