মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল-কালিশুরী সড়কের চন্দ্রপাড়া এলাকার আলগী খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবন নির্মাণের কাজ করছেন কয়েকজন শ্রমিক। ভবনটির পেছনের অংশে খালের মধ্যে একাধিক আরসিসি কলাম নির্মাণ করেন তিনি। খালের মধ্যে ভবনটি নির্মাণ করা হলে নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শ্রমিকরা জানায়, স্থানীয় হাফেজ খলিলুর রহমান ভবনটি নির্মাণ করছেন। সরকারি খাল দখল করার বিষয়টি অস্বীকার করে হাফেজ খলিলুর রহমান বলেন, নিজের জমিতেই ভবন নির্মাণ করছি। খালের মধ্যেও আমার জমি আছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বলেন, সরকারি খাল দখল করে ভবন নির্মাণের কোন সুযোগ নেই। অবশ্যই আমি খোঁজ নিচ্ছি। তদন্তের পর শিগগিরই খাল থেকে নির্মাণাধীন ভবন উচ্ছেদ করা হবে।
Leave a Reply