বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ মহিপুরে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল ইলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মাছটি মনোয়ারা মৎস্য আড়তে আনা হয় এবং বিক্রি হয়ে যায়। প্রতি কেজি ২,৯০০ টাকায় মাছটি বিক্রি হয়, যার ফলে ব্যবসায়ী ৬,০৯০ টাকায় মাছটি ক্রয় করেন।
জেলে দেলোয়ার মাঝি গত ১ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এ বিশাল ইলিশটি ধরেন। অন্যান্য মাছের সাথে মাছটি তার ট্রলারে ধরা পড়ে এবং পরে আড়তে আনা হয়। এ সময় স্থানীয় মানুষরা মাছটি দেখার জন্য ভিড় জমায়।
ক্রেতা ছগির আকন বলেন, “একটি বড় ইলিশ পাওয়া বিরল ঘটনা। মাছটি আড়তে আনার সঙ্গে সঙ্গে আমি ৬,০৯০ টাকায় কিনে নিয়েছি।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “বড় ইলিশ ধরা জেলেদের জন্য আনন্দের খবর। নিয়ম মেনে মাছ ধরা হলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে বড় ইলিশ পাওয়া সম্ভব।”
মহিপুরবাসীর মতে, এমন বড় ইলিশ ধরা পড়া স্থানীয় অর্থনীতির জন্য আশীর্বাদ। জেলেরা উৎসাহিত হচ্ছে এবং এই ধরনের মাছ ভবিষ্যতে আরও বড় মাছ ধরার সম্ভাবনা সৃষ্টি করছে।
Leave a Reply