নিখোঁজদের খোঁজে এখোনো দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




নিখোঁজদের খোঁজে এখোনো দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

নিখোঁজদের খোঁজে এখোনো দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

নিখোঁজদের খোঁজে এখোনো দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩২ জনের দাবি জানিয়ে সিআইডি (ডিএনএ) ফরেনসিক ল্যাবে নমুনা দিয়েছেন ৪৮ জন। নিখোঁজদের পেতে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা।

 

 

এদিকে, মরদেহ শনাক্ত করতে টানা দুই দিন ধরে নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার শেষ হয়েছে নমুনা সংগ্রহ কার্যক্রম।

 

 

সিআইডির কর্মকর্তারা বলছেন, এক মাস সময় লাগবে ডিএনএ-এর মাধ্যমে মরদেহ শনাক্ত করতে।

 

 

লঞ্চে অগ্নিকাণ্ডে স্ত্রী তাসলিমা, দুই কন্যা সুমাইয়া ও সুমনাকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন সদরের মোল্লার হোড়া এলাকার সুমন সরদার। ঝালকাঠি, বরিশাল, শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রিয়জনকে খুঁজে না পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তার দাবি, লঞ্চ চালকদের অবহেলার কারণেই প্রিয়জনদের হারিয়েছেন তিনি।

 

 

এদিকে, সোমবার ও মঙ্গলবার বরগুনায় ৪৪ জন ও ঝালকাঠিতে দু’জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি।

 

 

নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার (সেবা) বরাত দিয়ে ল্যাবের পরীক্ষক মো. রবিউল ইসলাম (ডিএনএ) বলেন, মরদেহের সঙ্গে ডিএনএ ম্যাচ করতে সময় লাগতে পারে এক মাস। বুধবার বরিশাল থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে প্রশাসন। এছাড়া ঝালকাঠি থেকে আরও চার জন নমুনা দিযে়ছেন। ইতিমধ্যে নিখোঁজ তালিকার ৬ ও ২৬ ক্রমিক নম্বরের মরদেহ শনাক্ত হয়েছে।

 

 

জেলা প্রশাসক কন্ট্রোল রুমের তথ্য মতে, তালিকাভুক্ত ৩২ হলেন- বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের হনুফা আক্তার রিমু (২১), বেতাগী উপজেলার দক্ষিণ করোনার রিনা বেগম (৩৫), পাথরঘাটা উপজেলার টেংরাগিরির ফজিলা আক্তার পপি (৩৭), তালতলী উপজেলার ছোট বগীর রেখা বেগম (৩৮), তালতলীর কাজিরখিল গ্রামের রাসেল মিয়া (৩৩), তালতলীর জাকির তবকের জুনায়েদ হোসেন (০৫), বেতাগীর মোকামিয়ার তরিকুল ইসলাম (৩৫), ঢলুয়া ইউনিয়নের মোস্তাচ্ছিম (১০), এম বালিয়াতলী ইদ্রিস খান (৫২), বেতাগী উপজেলার দক্ষিণ করোনার রোশনি আক্তার রিমা (১৫), একই এলাকার কুলসুম (০৪), বরগুনা সদর উপজেলার হাকিম শরীফ (৪৫), সদরের লবনগোলা পাখি বেগম (৩২), বড় লবণ গোলার নছরুল্লাহ (০২), পটুয়াখালীর মির্জাগঞ্জের রিনা বেগম (৩২), উপজেলার দেউলির রুনু আক্তার লিমা (১৪), উপজেলার শ্রীনগরের জাহানারা বেগম (৪৫), বরগুনা বামনা উপজেলার ঘোলাঘাটার হাকিম হাওলাদার (৬৮) , বামনা উপজেলার নিমতলীর হাসিব (২০), বরগুনার সদরের রাজিয়া সুলতানা (৪০), একই উপজেলার পরীরখালের নুসরাত (৮), ঢলুয়া গ্রামের মাহিন (৩৪), নরসিংদী জেলা সদরের ইমন (০৮), বরগুনা সদর এর তাসলিমা (৩৫), একই উপজেলার মোল্লার হোড়া গ্রামের মিমের বোন তানিশা (১২), ঢাকা জেলার ডেমরার জুনায়েদ (০৮), বরগুনা সদর উপজেলার রায়েরতবকের শারমিন আক্তার পান্না (২৫), আব্দুল্লাহ (০৪), আছিয়া (১), জীবন (১২) ও বরগুনার সদরের খেজুরতলার শিমু (২৩)।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD