মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশের চলমান করোনার পরিস্থিতিতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক ইউপি নারী সদস্যের গুদামে ওএমএসের ৬৩০ বস্তা চাল পাওয়ায় সীলগালা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। একইসঙ্গে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালের এ ঘটনায় চাল বহনকারী নসিমন ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, এদিন সকালে উপজেলার আমজানখোর ইউনিয়ন পরিষদের নারী সদস্য কুলসুম বেগমের কুসলডাঙ্গী বাজারের গুদামে চাল মজুদ করার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে ইউএনওকে খবর দেন। খবর পেয়ে ইউএনও খায়রুল আলম সবুজ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি নসিমন থেকে ওএসএসের ৬৮ বস্তা চাল নামিয়ে গুদামজাত করার সময় হাতেনাতে ধরে ফেলে।
এসময় ওই গুদামে একই ধরণের ৬৩০ বস্তা চাল পাওয়া যায়। ইউএনও তৎক্ষণাৎ গুদামটি সীলগালা করেন। এদিকে, ওই গুদামে কুলসুমের স্বামী আমিরুল চালের ব্যবসা করেন বলে জানা যায়।
এসময় পুলিশ নসিমন চালক পান্না কায়সারকে আটক করে। নারী সদস্য কুলসুমকে পুলিশ খুঁজে পাচ্ছে না বলে জানান ইউএনও। তিনি বলেন, তদন্ত চলছে এবং চালের মালিককে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply