বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ রাবনাবাদ নদীর ভাঙ্গনে হুমকিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বুড়াজালিয়া গ্রাম। গত দুইদিন ধরে নদীর উত্তাল ঢেউয়ের তান্ডবে বুড়াজালিয়া বেড়িবাঁধের প্রায় তিনশ ফুট বাঁধ ভেঙ্গে বিলীন হয়ে গেছে।
এ কারণে বাঁধের উপর নির্মিত দোকানপাট ও বসত ঘর সরিয়ে নিতে শুরু করেছে ক্ষতিগ্রস্থ্যরা।
ক্ষতিগ্রস্থ্যরা জানান, গত ঘূর্ণিঝড় আম্পান ও বুলবুলে বুড়াজালিয়া বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ্য হলেও পানি উন্নয়ন বোর্ড কিংবা উপজেলা প্রশাসন এ বাঁধ মেরামতের উদ্যোগ না নেয়ায় গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কারণে নদী উত্তাল হয়ে উঠায় বাঁধটিতে ভাঙ্গন শুরু হয়েছে।
যদিও এ বাঁধের বুড়াজালিয়া থেকে মুন্সীপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বাঁধ ইতোমধ্যে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এ বাঁধের ভেতরে বিকল্প বাঁধ নির্মান করা হলেও ভাঙ্গা বাঁধটি আবার ভাঙ্গতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েছে এ বাঁধের দুই পাশে বসবাস করা কয়েকশ পরিবার ও ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী ফিরোজ জানায়, ইতোমধ্যে বাঁধে ভাঙ্গন দেখা দেয়ায় একাধিক স্থাপনা সরিয়ে নেয়া হয়েছে। নদীর প্রতিটি জেয়ারেই বাঁধের বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এদিকে বাঁধে ভাঙ্গন শুরু হলেও ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের কোন কর্মকর্তা যায়নি বলে গ্রামবাসীরা জানান।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস জানান, বুড়াজালিয়া বাঁধটি নদীর অস্বাভাবিক জোয়ারের তোড়ে কয়েকশ মিটার ভেঙ্গে গেছে। এ কারণে এখন নতুন বাঁধটিও হুমকিতে পড়েচে।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হবে বলে জানান। এ ছাড়া ক্ষতিগ্রস্থ্য পরিবারের সহায়তা প্রয়োজন। কেননা এখানে যারা বাস করে সবাই নি¤œ আয়ের ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
Leave a Reply