সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ২ মার্চ, রোববার, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে, এবারের প্রতিপাদ্য ছিল ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’। এদিনের অনুষ্ঠানটি শুরু হয় সকাল সোয়া ৯টায়, যা প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে উদযাপন করা হয়। অনুষ্ঠানে শোভাযাত্রার পাশাপাশি, দুপুরে নির্বাচন ভবনের বেইজমেন্টে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া, বাংলাদেশে ভোটার তালিকার হালনাগাদ কাজ চলমান রয়েছে। ২০২৪ সালের ভোটার তালিকা গত ২ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। ২০১৪ সালের পর থেকে এ তালিকায় নতুন ভোটারের সংখ্যা বাড়ছে। ওই তালিকা অনুযায়ী, পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন, এবং হিজড়া ভোটারের সংখ্যা ছিল ৯৯৪ জন।
ইসির কর্মকর্তারা জানাচ্ছেন, খসড়া তালিকার ওপর আবেদন-আপত্তি শেষ হওয়ার পর ভোটার সংখ্যা আরো বাড়বে। এ বছর, ২০ জানুয়ারি থেকে ৫১ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হয়েছে, যারা ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এখনো ভোটার হননি। ভোটার তালিকা হালনাগাদ কাজ আগামী জুনের মধ্যে সম্পন্ন হবে এবং ২০২৪ সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তথ্য সংগ্রহের কাজ বাড়ি বাড়ি গিয়ে চলছে, এবং মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া, ভোটারদের জন্য স্মার্ট কার্ড বিতরণও শুরু হবে। এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন কমিশন দেশের নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply