দেশজুড়ে নতুন আমেজে ঈদ উদযাপন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




দেশজুড়ে নতুন আমেজে ঈদ উদযাপন

দেশজুড়ে নতুন আমেজে ঈদ উদযাপন




ডেস্ক রিপোর্ট ॥ এক মাস সিয়াম সাধনার পর রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই বেজে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবারই প্রথম মুক্ত পরিবেশে পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই বিশেষ ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বর্তমান সরকার, যেখানে সুলতানি আমলের আদলে বিভিন্ন অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। ঈদের নামাজ শেষে বের হবে বর্ণাঢ্য র‍্যালি, বসবে ঈদ মেলা এবং আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রতিটি ঘরে চলছে আনন্দময় প্রস্তুতি। প্রতিটি পরিবার তাদের সাধ্য অনুযায়ী সুস্বাদু খাবার রান্নার চেষ্টা করছে। ঈদের সকালে গোসল ও অজু শেষে মুসল্লিরা মিষ্টিমুখ করে ঈদের জামাতে অংশ নিতে যাবেন। নামাজ শেষে ঈদগাহ ময়দানে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করবেন। নামাজ শেষে কবরস্থানে গিয়ে প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনা করার পর শুরু হবে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের পর্ব। শিশু-কিশোররাও নতুন পোশাক পরে ঘুরতে বের হবে।

রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহর থেকে লাখো মানুষ আপনজনের সাথে ঈদ কাটাতে গ্রামে ফিরে গেছেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, তিনি প্রত্যাশা করেন সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করবেন এবং ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নেবেন।

দেশের জনগণকে আত্মীয়স্বজনের কবর জিয়ারত, দরিদ্রদের খোঁজখবর নেওয়া এবং সমাজের কল্যাণে চিন্তাভাবনার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সন্তানদের আত্মীয়স্বজনের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং সামাজিক বন্ধন দৃঢ় করুন। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, ঈদের সময় যেকোনো উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য।

ঈদ মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে এলেও তা একইসঙ্গে আত্মশুদ্ধিরও সময়। ধর্মপ্রাণ মুসলমানদের উচিত ঈদের দিন ফজরের নামাজ আদায় করা, ঈদের জামাতে শামিল হওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার সুন্নত পালন করা। ঈদের আগের রাতে তাকবির পাঠ, নতুন বা পরিচ্ছন্ন পোশাক পরিধান এবং খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া, ঈদের প্রকৃত আনন্দ সম্পূর্ণ হয় দরিদ্র ও দুস্থদের পাশে দাঁড়ানোর মাধ্যমে। ইয়াতিম ও অসহায়দের জন্য নতুন কাপড় ও খাবারের ব্যবস্থা করা ঈমানদার মুসলমানের অন্যতম দায়িত্ব। ঈদুল ফিতরের দিনে গরিব-দুঃখীর জন্য সদকাতুল ফিতর প্রদান করাও ইসলামিক বিধান।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত হবে। এখানে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি সকাল ৭টায় এবং শেষটি বেলা পৌনে ১১টায়। বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

ঈদের আনন্দের মধ্যেও সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঈদগাহ, বড় মসজিদ ও বিনোদনকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের ঈদ উৎসব মুক্ত পরিবেশে উদযাপিত হওয়ায় জনসাধারণের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD