শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক //
এবছরের গত জানুয়ারিতে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন সাকিব। তখনই আঙুলে চোট পান তিনি। তবে সেই চোট পুরোপুরিভাবে না সারতেই দলের জন্য মাঠে নেমেছেন তিনি। এমনকি আঙুলের অবস্থা যখন খুবই খারাপ, তখনও বিসিবির অনুরোধে এশিয়া কাপ খেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ ফাইনালে উঠলেও চোটের অবস্থা বেশি খারাপ হওয়ায় সুপার ফোরের শেষ ম্যাচে খেলতে পারেননি। দেশে ফিরেই অস্ত্রোপচার করিয়ে নেন।
সামাজেক যোগাযোগমাধ্য ফেসবুকে সাকিব জানিয়েছেন, কিছুক্ষণ দেরি হলেই আঙু পচন ধরতে পারতো। তাঁকে এমনটা জানিয়েছেন চিকিৎসকরা।
পরে এ ব্যাপের সাকিব বলেন, ‘আসলে ইনফেকশন হওয়ার পর আর সময় ছিল না। দেশে এসেই তাই দ্রুত অপারেশন করাতে হয়। অনেক পুঁজ বের হয়েছে আঙুল থেকে। আর কয়েক ঘন্টার মধ্যে এই পুঁজগুলো বের করতে না পারলে, হাতই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হতো। তাছাড়া সিঙ্গাপুর বা থাইল্যান্ডের ভিসাও ছিল না, তাই সেখানে দ্রুত যা্য়া সম্ভব ছিল না। তাই দেশেই অস্ত্রোপচার করিয়ে ফেলেছি। ডাক্তাররা অবাক হয়ে গেছেন। বলেছেন, এমন হাত নিয়ে কিভাবে ক্রিকেট খেলা সম্ভব? কোনো কাজ করা যায় এমন হাত নিয়ে। এখন অয়ান্টিবায়োটিক চলছে, তাই আর কোনো চিকিৎসা সম্ভব না। এখন থেকে তিনদিন এভাবেই চলবে।
Leave a Reply