সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
দুমকি প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে দরিদ্রের নামে বরাদ্দের সরকারি ঘরের নকশা পরিবর্তন করে নির্মিত দোতলা অংশ অবশেষে ভেঙে ফেলা হয়েছে। ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদের নির্দেশে ভেঙে ফেলা হয় ওই ঘর। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের নকশা পরিবর্তন করে নির্মিত সবক’টি ঘর ভেঙে নকশা অনুযায়ী করা হবে বলে জানিয়েছেন ইউএনও।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুমকি সাতানী গ্রামে মো. কালাম সিকদারের নামে সরকারি বরাদ্দে নির্মিত দোতলা ঘরের ছবি ভাইরাল হলে প্রশাসনের টনক নড়ে। গতকাল শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ লোকজন নিয়ে নকশা পরিবর্তন করে নির্মিত ঘরের ছাউনির টিন খুলে দোতলা অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন।
দুমকি উপজেলায় মুজিববর্ষের সরকারি ঘর প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করে স্বচ্ছলরা বাগিয়ে নিয়ে নকশা পরিবর্তন করে দোতলা ভবন নির্মাণ করার অভিযোগ রয়েছে।
এসব ঘরের বরাদ্দ পেতে প্রশাসনের কয়েকজন কর্মচারী, জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীর বিরুদ্ধে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা নেওয়ারও বিস্তর অভিযোগ রয়েছে। বরাদ্দের পর স্বচ্ছলরা ঠিকাদারের যোগসাজসে সরকারি নকশা পাল্টে তাদের পছন্দ মতো ঘর নির্মাণ করে নিয়েছেন।
Leave a Reply