সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পটুয়াখালীতে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন ও বাস মালিকদের সভা থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক, বাস মালিক সমিতি ও অটো চালকরা মিলে বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন।
বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা, বাস মালিক আশরাফ হাওলাদার, বাস মালিক মিজানুর রহমান, বাস মালিক শামিম মৃধা, বাস মালিক আলী হোসেন প্রমুখ।
এর আগে দুপুরে জেলার বাস মালিক ও অটোরিকশা চালকদের অভ্যন্তরীণ বিরোধে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি। এ ঘোষণার পরপরই জেলার অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বসাক বাজার এলাকায় বাস মালিক সমিতির চেকপোস্টে অটোরিকশা ও অটোবাইক শ্রমিকদের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১১টায় মানববন্ধন করে অটো চালকরা। এ মানববন্ধনের পরপরই মহাসড়কে অটোবাইক ও টমটম বন্ধের দাবি এবং সরকারি নিয়মানুযায়ী বিআরটিসি বাস চলাচলের দাবিতে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়ে অভ্যন্তরীণ রুটের চলাচলকারী যাত্রীরা।
মানববন্ধনে নেতারা অবিলম্বে বাস মালিক সমিতির চেকপোস্টে অটো চালক এবং শ্রমিকদের নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে নেতারা পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এরপরই বাস মালিক সমিতি পটুয়াখালী অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
Leave a Reply