বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশে কয়েকদিন থেকেই শীত অনুভূত হচ্ছে। সেই শীতের মাত্রা আরো বাড়তে পারে। এরই মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিনদিন আবহাওয়া পরিবর্তন হতে পারে।
এদিকে রাজধানীতে আজ বেশ তেজ নিয়েই সূর্য উঠেছে। তবে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সাধারণত শুষ্ক থাকতে পারে আবহাওয়া। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের চেয়ে আজকের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
Leave a Reply