রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৪টা ৫৪ মিনিটে এই কম্পন অনুভব করা যায়। রাজধানী ঢাকা ছাড়াও দেশের অন্যান্য জায়গা যেমন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও আশপাশের এলাকাতেও কম্পনের প্রভাব দেখা গেছে। ভূমিকম্পটি স্বল্প সময়ের হলেও বহু জায়গায় স্থাপনা কিছুটা কেঁপে ওঠে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা নিশ্চিত করেন, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৪। তিনি আরও জানান, কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে।
ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর দিকে এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার, যা একে ভূ-পৃষ্ঠের তুলনায় অপেক্ষাকৃত কম গভীর করে তোলে।
যদিও ভূমিকম্পটি ছিল মৃদু ও স্বল্পস্থায়ী, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। কেউ কেউ ভূমিকম্প অনুভবের সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন, আবার কেউ আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে বাইরে চলে আসার কথাও জানান।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূ-প্রকৃতিগতভাবে সক্রিয় অঞ্চলে হওয়ায় এ ধরনের ছোটখাটো কম্পন মাঝে মাঝে হওয়াটা অস্বাভাবিক নয়। তবে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বিবেচনায় নিয়ে নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply