ডিসেম্বর নির্বাচন সামনে রেখে সংস্কারে গতি চায় ইউনূস Latest Update News of Bangladesh

শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




ডিসেম্বর নির্বাচন সামনে রেখে সংস্কারে গতি চায় ইউনূস

ডিসেম্বর নির্বাচন সামনে রেখে সংস্কারে গতি চায় ইউনূস




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।

বৈঠকে ঐকমত্য কমিশনের অগ্রগতির বিষয়ে অবহিত করেন আলী রীয়াজ ও বদিউল আলম মজুমদার। তারা জানান, চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে আলোচনা চলছে। ইতোমধ্যে ৮টি দলের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে এবং আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।

কমিশনের সদস্যরা জানান, সংস্কার প্রক্রিয়া নিয়ে জনমত যাচাই এবং গণসচেতনতা তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সাধারণ জনগণের অংশগ্রহণ ও মতামত সংগ্রহের ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী ডিসেম্বর মাসে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রমে দ্রুত গতি আনতে হবে।” তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার উপর গুরুত্ব দেন এবং বলেন, “গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের আস্থার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণ এখন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সমন্বিত নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেই প্রত্যাশা পূরণে অগ্রসর হতে চাই।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD