ডিসেম্বরেই শেষ হচ্ছে, প্রথম আরসিসি ফোর লেন'শেখ হাসিনা' সড়কের নির্মান কাজ Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




ডিসেম্বরেই শেষ হচ্ছে, প্রথম আরসিসি ফোর লেন’শেখ হাসিনা’ সড়কের নির্মান কাজ

ডিসেম্বরেই শেষ হচ্ছে, প্রথম আরসিসি ফোর লেন’শেখ হাসিনা’ সড়কের নির্মান কাজ




অনলাইন ডেস্ক:প্রায় দুই লক্ষ ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম আরসিসি ফোর লেন শেখ হাসিনা সড়ক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে এর নির্মাণ কাজ। পাঁচ দশমিক ছয় কিলোমিটারের সড়কটি র্নিমানের ফলে পায়রা বন্দর থেকে নৌ-পথের পাশাপাশি সড়কপথেও পণ্য খালাসের পথ হচ্ছে সুগম।

বন্দর সূত্র জানায়, ২০১৭ সালের ১লা জানুয়ারী শেখ হাসিনা ফোর লেন সড়ক র্নিমান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ৫ দশমিক ৬০ কিলোমিটার দীর্ঘ ২৪ মিটার প্রস্থ আধুনিক সুবিধা সংবলিত এ সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাস্তাটি কংক্রিট দ্বারা নির্মিত হচ্ছে। বাংলাদেশ নৌ-বাহিনী সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করছে। সড়কটি নির্মাণ করতে অধিগ্রহন করা হয়েছে ৫৮ একর জমি। সড়কের উভয় পাশে বৃক্ষ রোপন, প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ নির্মাণ, রাস্তা বিদ্যুতায়ন করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সড়কটির নির্মাণ কাজ শেষ হবে বলে নিশ্চিত করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই নামকরন করা হয়েছে এ ফোর লেন সড়কের ।

পটুয়াখালী চেম্বার অব কমার্স এর সভাপতি মহিউদ্দি আহমেদ বলেন, প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগ আঘাতহানে উপক‚লীয় এ জনপদে। বারবার এমন দুর্যোগের হানায় মানুষ হয়ে পড়েছিল বিপর্যস্ত। কৃষি নির্ভর অর্থনীতিতে সম্পৃক্ত মানুষ আর্থিক দিক দিয়ে হয়ে পড়েছিল পঙ্গু। ব্যবসা বানিজ্যে নেমে পড়েছিল স্থবিরতা। একসময়ের শষ্য ভান্ডার খ্যাত এ জনপদ হয়ে পড়েছিল অবহেলিত। ঠিক সে সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তৃতীয় পায়রা সমুদ্র বন্দর র্নিমান করেন। নৌ-পথের পাশাপাশি সড়ক পথে পন্য খালাস প্রক্রিয়া শুরু হলে আরো বেগবান হবে পায়রা বন্দরের কার্যক্রম।

শেখ হাসিনা ফোরলেন সড়ক উদ্বোধনের সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এবং পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের তৃতীয় পায়রা বন্দর। এই বন্দরের নামকরনও তিনি করেছেন। পায়রা শান্তির প্রতীক তাই বন্দরের নাম দিয়েছেন পায়রা বন্দর।

উল্লেখ্য দেশে বিদ্যমান বন্দরের পাশাপাশি আরেকটি গভীর সমুদ্র বন্দর নির্মানের অংশ হিসাবে কলাপাড়ার টিয়াখালী নদীর পাড়ে স্থাপিত হয় দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। ২০১৩ সালের ১৯ নভেম্বর এর র্নিমানের কাজের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপারেশনাল কার্যক্রম পরিচালনার অনুসঙ্গ সমাপ্ত করে ২০১৬ সালের ১৩ আগস্ট পায়রা বন্দরের পন্য খালাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দেশী অমদানীকারকদের আগ্রহেই নৌ-পথকে ব্যবহার করে শুরু হয় বন্দরের পন্য খালাস প্রক্রিয়া। একই সঙ্গে সড়ক পথ ব্যবহারের প্রয়োজনীয়তায় পায়রা বন্দর থেকে কুয়াকাটাগামী মহাসড়কের রজপাড়া পর্যন্ত চার লেনের সংযোগ সড়কের নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD