শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ র্যাব-১৩’র হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ তিনজন মাদক কারবারি আটক হয়েছে।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে র্যাব-১৩’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দলুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয় এবং মাদক পরিবহন কাজে ব্যাবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
আটককৃতরা হলো ঝালকাঠি জেলার রাজাপুর চল্লিশ কাহনীয়ার মোঃ খোকন(৩৭),বরিশাল জেলার আগইল ঝড়া জয়রাম পট্টির মোঃ জাহিদ(২৫) ও কুষ্টিয়া জেলার মিরপুর বাজার পাড়ার মোসাঃ সাজেদা(৩৬)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মাদক কেনা-বেচার সাথে জড়িত বলে স্বীকার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩’র ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির।
Leave a Reply