ঝালকাঠিতে আ.লীগের আমু-'ঝাড়ু দেখা 'হারুন বিপুল ব্যবধানে বিজয়ী Latest Update News of Bangladesh

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




ঝালকাঠিতে আ.লীগের আমু-‘ঝাড়ু দেখা ‘হারুন বিপুল ব্যবধানে বিজয়ী

ঝালকাঠিতে আ.লীগের আমু-‘ঝাড়ু দেখা ‘হারুন বিপুল ব্যবধানে বিজয়ী




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির ২টি সংসদীয় আসনে আওয়ামী লীগের হেভী ওয়েট প্রার্থী আমির হোসেন আমু ও বজলুল হক হারুন বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের বেসরকারীভাবে দেয়া তথ্য অনুযায়ীঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ বজলুল হক হারুন ১৩১৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদন্ধী বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম পেয়েছেন ৬১৫১টি ভোট। হাত পাখা পেয়েছে ৪০৮০টি ভোট।

 

ঝালকাঠি-২ সংসদীয় আসনে আওয়ামী লীগের হেভীওয়েট প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ২১৪৯৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামি আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ ফয়জুল করীম পেয়েছন ৯৮১২ ভোট। বিএনপির জীবা আমিনা খান পেয়েছেন ৫৯৮২টি ভোট।

উল্লেখ্য ঝালকাঠির দুটি আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ২৫৬০০জন।
ঝালকাঠি-১: জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসন। নির্বাচন কমিশনের সবশেষ তথ্যানুযায়ী, ঝালকাঠি-১ আসনের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯হজার ৬৩৮ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ২৫০ আসনটিতে মোট জন সংখ্যা প্রায় তিন লাখ। আয়তন ৩১৬.০৮ কিলোমিটার। ১২ টি ইউনিয়ন নিয়ে সংসদীয় ১২৫ নং এ আসনটি গঠিত। ২টি সংসদীয় এলাকায় হিসেব অনুযায়ী মোট ভোটার বেড়েছে ৬২ হাজার ৭২১ জন। এ ছাড়া এ বছর ঝালকাঠি-১ আসনে মোট ৯০ টি কেন্দ্র রয়েছে।

ঝালকাঠি-২: ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৪০৪ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৭৪৩ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬৬১ জন। আনটিতে মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। ২টি পৌরসভা, ২০টি ইউনিয়ন এবং আসনটির মোট আয়তন ৩৪৪.২৪ কিলোমিটার। ঝালকাঠি-২ আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৪৭টি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD