সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত “জুলাই অভ্যুত্থান-২০২৪” এর স্মৃতি ধরে রাখতে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন।
স্মারক ডাকটিকিটটি দশ টাকা মূল্যমানের এবং এর সঙ্গে একটি উদ্বোধনী খাম (১০ টাকা), একটি ডাটাকার্ড (৫ টাকা) এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়েছে। ডাকটিকিটের মূল থিম হিসেবে জুলাই অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ধাপে নারীদের বলিষ্ঠ ভূমিকা ও সংগ্রামকে তুলে ধরা হয়েছে, যা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করেছে।
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সময়কার আন্দোলনকালীন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি এবং প্রতিবাদী গান আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম তৈরি হয়, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “জুলাই অভ্যুত্থানের মতো সংগ্রাম আমাদের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই ডাকটিকিট সেই সংগ্রাম ও ত্যাগের প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে বক্তারা জানান, স্মারক ডাকটিকিটটি সংগ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে এবং এটি ডাক বিভাগ ও বিভিন্ন ডাকঘরে পাওয়া যাবে। ইতিহাস ও সংগ্রামের স্মারক হিসেবে এটি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও ঐতিহ্যকে ধারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
Leave a Reply