মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনা করে মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্টি হয়।
ইউনয়ন কমপ্লেক্সে দোয়া ও মোনাজাত অনুষ্টানে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান প্যাদা, ইউপি সদস্য বজলুর রশিদ, খায়রুল আহসান খোকনসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার।
অপর দিকে, ঐতিহ্যবাহী বার্থী তাঁরা কালী মন্দিরের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে মঙ্গলবার সকালে স্বরনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সান্তনু ঘোষ, অমর কৃষ্ণ রায়, শিশির কুমার কুন্ডু, প্রনব দত্ত বাবু, বরিশাল মহানগর পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র দে নারু, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শেখর দত্ত বনিক, সাধারন সম্পাদক অপু রায়, সহ-সম্পাদক সজল ঘোষ, সদস্য আশিষ দাস, সুমন শিলসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
Leave a Reply