শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥
গৌরনদী উপজেলার মাহিলাড়া, সরিকল ও খাঞ্জাপুর ইউনিয়নের তিনটি স্থানে শুক্রবার গভীর রাতে ১৫/২০টি বোমার বিস্ফোরন ও সড়ক বিচ্ছিন্ন করার ঘটনায় তিন আ.লীগ নেতা বাদি হয়ে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেছে। মামলায় ১শত ৩৬ জন নেতাকর্মির নাম উল্লেখসহ অসংখ্য অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। স্থানীয়রা জানান, গত শুক্রবার গভীর রাতে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের লাল পোল, সরিকল ইউনিয়নের হোসনাবাদ ষ্টিমারঘাট চকিদার বাড়ির সন্নিকটে ব্রিজের কাছে ও খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের দ্বীনবন্ধু সাহার বাড়ির কাছে দীঘির পাড় নামক এলাকায় বোমার বিস্ফোরন ঘটায় কে বা কারা। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তিনটি রাস্তা কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় খাঞ্জাপুর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মো. মতলেব তালুকদার বাদি হয়ে ৫৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা অসংখ্য আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা প্রজন্মদলের বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মো. আহসান উজ্জামান বাদল মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম শাহীন, ল-ন প্রবাসী গোলাম কিবরিয়া তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি লিটন তালুকদার, সাবেক সভাপতি মো. ফজলুল হক সরদার, সাবেক সভাপতি মো. শাহজাহান মুন্সী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সেলিম সরদার, সাবেক ছাত্রদলের সভাপতি মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদল সভাপতি মো. কবির হোসেন। সরিকল ইউনিয়ন আ.লীগ সভাপতি মুুিক্তযোদ্ধা মো. মেজবা উদ্দিন আকন বাদি হয়ে ৫০ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা অনেক জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সরোয়ার আলম, ছোট ভাই সৈয়দ খায়রুল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন মিলন, সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা, সাধারন সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. বিল্পব, প্রচার সম্পাদক মো. মজনু খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুজন বেপারী, সাবেক সাধারন সম্পাদক ও স্কুল শিক্ষক মো. তৈয়ব আলী আকন, ১নং ওয়ার্ড সভাপতি আনিচ হাওলাদার, ৪নং ওয়ার্ড সাবেক সাধারন সম্পাদক মো. বাবুল হাওলাদার, ৯নং ওয়ার্ড সভাপতি মো. জামাল হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. মাকসুদ মৃধা, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের চাচাতো ভাই সদস্য পান্নু সরদার ও মো. হিরা খান। গৌরনদী উপজেলা আ. লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমা-ার মো. আনোয়ার হোসেন রাঢ়ী বাদি হয়ে ৩১ জনের নামোল্লেখ করে অনেককে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবাল, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক সজল সরকার, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. সেকেন্দার মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুছা সরদার, উপজেলা যুবদলের সদস্য মনির আকন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টা থেকে দেড়টার মধ্যে ২৫ জন আ.লীগ নেতাকর্মি চিকিৎসা নেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বিএনপি এলাকায় থাকতে পারে না তারা কি করে রাতে ধানের শীষের শ্লোগান দেয়। এটা পাগলেও বিশ্বাস করে না। বিএনপি নেতাকর্মিদের নির্বাচন থেকে দুরে রাখতে বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে মামলা দিয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, বোমা হামলা রাস্তা কাটার ঘটনায় আ.লীগের তিন নেতা বাদি হয়ে পৃথকভাবে তিনটি মামলা দায়ের করেছে। ঘটনাস্থল থেকে রাস্তা কাটার সরঞ্জাম, বোমার আলামত ও অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply