মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার।। জমিজমা সংক্রান্ত বিরোধের সুত্র ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাবী আহত হয়েছেন।
আহত ভাবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সুন্দরদী গ্রামের আদম ঘরামীর পুত্র হাসান ঘরামী ও তার ছোট ভাই মামুন ঘরামীর সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।
এর সুত্র ধরে সকালে মামুন ঘরামী তার ভাই হাসান ঘরামীর বসত বাড়ির উঠানে এসে তার (হাসান) স্ত্রী ময়না বেগমকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় হাসানের স্ত্রী ময়না বেগম গালাগালি করতে বারন করলে মামুন তার হাতে থাকা বঁাশের লাঠি দিয়ে ময়না বেগমকে এলোপাথাড়ি মারধোর করতে থাকে। এ দেখে হাসান ঘরামী মারামারি ফেরাতে এগিয়ে আসলে মামুনের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিলে হাসানের ডান হাত মারাত্মক জখম হয়।
পরে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বিকেলে হাসান ঘরামী গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply