গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারাদেশ উত্তাল, বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারাদেশ উত্তাল, বিক্ষোভ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারাদেশ উত্তাল, বিক্ষোভ




ডেস্ক রিপোর্ট ॥ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির আওতায় সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং দেশের বিভিন্ন স্থানে হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দিয়েছে। শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজার নিরীহ মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে রাস্তায় নেমে আসে।

সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, বাড্ডা, টিএসসি, বুয়েট, এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সায়েন্সল্যাব মোড় থেকে বাটা সিগন্যাল পর্যন্ত বিভিন্ন মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ সহ নানা স্লোগান দেন। মিছিলে অংশগ্রহণকারীরা গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন, বিশেষ করে শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানান। বিক্ষোভকারীরা মানবতা ও নৈতিকতার প্রশ্ন তুলে বলেন, “বিশ্ব কেন নিশ্চুপ?”

এদিন ঢাকার টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অন্যান্য পেশার মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন। ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও-গুড়িয়ে দাও’ ও ‘ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না’ প্রভৃতি স্লোগান শোনা যায়।

বুয়েট শিক্ষার্থীরা তাদের মানববন্ধনে বলেন, গাজার ওপর যে নৃশংসতা চলছে তা শুধু রাজনৈতিক নয়, এটি একটি মানবিক সংকট। তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন, জরুরি সেবা ব্যবস্থা ধ্বংস এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সভ্যতার বিপর্যয়ের লক্ষণ। শিক্ষার্থীরা দাবি করেন, গাজার গণহত্যা বন্ধের জন্য বিশ্বকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মোহাম্মদপুর ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হলেও, দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি চলছে। ঝালকাঠিতে সকাল ৯টায় সড়ক অবরোধ করে হাজারো মানুষ প্রতিবাদ জানায়, ফলে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও এই কর্মসূচিতে অংশ নেয়।

এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, বেগম রোকেয়া, বাকৃবি, রুয়েট, চুয়েট, গবি, মাভাপ্রবি এবং ডুয়েটেও প্রতিবাদী কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মাধ্যমে তারা গাজার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইসরায়েলি হামলার অবসান দাবি করেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য:

রাজবাড়ী প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণ, ছাত্র-জনতা। একইসঙ্গে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচী গ্রহনেরও তাগিদ দেওয়া হয়।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতশত জনগণ ছাত্র-জনতার অংশগ্রহণে কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের নিহত ও আহতের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও পৌর ইমাম কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ, মোস্তফা মেটাল ইন্ড্রাঃ লিঃ এর পরিচালক মো. সেলিম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মো. কোরবান আলি সহ প্রমুখ।

বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।

জামালপুর প্রতিনিধি:
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ এবং তা বন্ধের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা ও শিক্ষক সমাজ।

সোমবার বেলা ১২টার দিকে জামালপুর শহরের আশেক মাহমুদ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ব মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন।

একই দাবিতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়িসহ বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত, হেফাজতে ইসলাম, তৌহিদী ছাত্র-জনতা, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

বিক্ষোভ সমাবেশে পুরুষের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণও চোখে পড়েছে।

গণমানুষের এই প্রতিবাদী অবস্থান থেকে বিশ্ববিবেক জাগ্রত হয়ে গাজায় সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বরিশাল প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়কে নামাজ আদায়ের মতো বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রথমে ছাত্র-জনতার ব্যানারে সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জীবনানন্দ দাশ সড়কে কেএফসির সামনে এসে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, কেএফসি ইসরায়েলকে অর্থ সহায়তা দিয়ে থাকায় ওই অর্থ যুদ্ধের জন্য ব্যবহৃত হচ্ছে। বিক্ষুব্ধ জনতা কেএফসি বন্ধের দাবি জানান।

এ সময় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিক্ষোভকারীরা কেএফসির সামনে জোহরের নামাজ আদায় করেন এবং গাজার জন্য দোয়া প্রার্থনা করেন। বিকেল সোয়া ৩টার দিকে কিছু বিক্ষোভকারী প্রতিষ্ঠানটির ছাদে উঠে কেএফসির লোগো ভাঙচুর করেন এবং দেয়ালে ‘বয়কট কেএফসি’ লেখেন। তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দেয়।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার কাছে গাজার গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মহানগর জামায়াতও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে। আসরের নামাজের পর টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার ও গির্জা মহল্লা প্রদক্ষিণ করে সদর রোডে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা গাজার ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ধরনের প্রতিবাদ এবং সমাবেশের মাধ্যমে স্থানীয় জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজার গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে।

নোযাখালী প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অপরাধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে। ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়।

এদিকে একই দাবিতে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ নোয়াখালীর বিভিন্ন ইসলামী সম্মাননা দলগুলো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ করে মানুষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইজরাইলের বর্বারীত হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৭ এপ্রিল) সকাল দশটায় পৌর শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় গিয়ে শেষ করে। মিছিল পূর্ববর্তী সমাবেশ সমাবেশে বিভিন্ন দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে শান্তি কামনায় আল্লাহর কাছে মোনাজাত করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ দলমত নির্বিশেষে পটুয়াখালীর সকল মানুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবি জানান। এছাড়াও বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ও গাজায় অনতিবিলম্বে শিশু-কিশোর বৃদ্ধসহ সকল গণহত্যা বন্ধ করতে হবে।

পিরোজপুর প্রতিনিধি:
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন।

আজ সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এর আগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ রাখা হয়। এ ছাড়া এদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিন বক্তব্য রাখেন। তারা অনতিবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের আসিফ আকতার বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ মানববন্ধনে অংশ নেন।

কুড়িগ্রাম প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মুসলিম জনতা এ কর্মসূচীর আয়োজন করে। প্রতিবাদের অংশ হিসেবে দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে জামতলা মেড়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। এতে প্রতিদিন শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি নাগরিক মারা যাচ্ছে। গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এসময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত আজিজুর রহমান সরকার স্বপন, খেলাফতে মজলিমে উপজেলা শাখার সভাপতি সভাপতি আশফাকুর রহমান জাওহারী ও ছাত্রনেতা ইয়াকুর আলী শ্রাবণ প্রমুখ বক্তব্য রাখেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আল আকসা পুনুরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ধামইরহাটের সর্বস্তরের মুক্তিকামী তৌহিদী জনতার ব্যানারে ৭ এপ্রিল বাদ জোহর ঐতিহাসিক নিমতলীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ক্যান্টিন মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামইরহাট শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ শাহপূরী, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. কাওছার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। দোয়া পরিচালনা করে মাওলানা তানজিল আহমাদ এবং ছাত্রনেতা ওয়াসিফ আরাফাত অভি, মওদুদ হোসেন সহ বিভিন্ন বয়সী মুসল্লিগণ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

নওগাঁ প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক গণহত্যা এবং বিশ্বব্যপি ডাকা হরতালের সমর্থনে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে নওগাঁ সরকারি কলেজ এবং নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা “ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ” “নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে ” স্টপ জ্যানোসাইডসহ নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

বক্তারা এই সমাবেশ থেকে দেশবাসীকে ইজরায়েলি সকল পণ্য বয়কট করার জন্য আহবান জানাই।

 

মৌলভীবাজার প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের এমন বর্বর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও পালিত হয়েছে ‘নো-ওয়ার্ক, নো-স্কুল’ কর্মসূচি। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। এতে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠন, গণসংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃ›সহ সর্বস্তরের সাধারণ মানুষ। বেলা ২টায় শ্রীমঙ্গল শহরে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যনারে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে মুসল্লিরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন’, ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে,’ ‘নতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ইত্যাদি স্লোগান দেন।

সমাবশে বক্তব্য দেন ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সদস্য মাহমুদুল হাসান নাইম,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোজাহিদল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, সর্বস্তরেরর ছাত্র জনতার পক্ষে হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মুফতি শেখ শিব্বির আহমদ, খালেদ আহমদ, মাওলানা সোহাইল আহমদ, এম রহিম নোমানী, মাওলানা আয়েত আলী প্রমুখ।

সমােেশ বক্তারা বলেন, ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিটি বিবেকবান মানুষের উচিত প্রতিবাদে শামিল হওয়া। আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে, যার জন্যই সুযোগ পাচ্ছে ইসরায়েল। অনতিবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এই গণহত্যার প্রতিবাদ করার আহান জানিয়ে বাংলাদেশ সরকারকে ফিলিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানান তারা। বক্তারা আরও বলেন, আমরা জাতিসংঘ, বিশ্বের মানবতাকামী সংগঠনের প্রতি আহবান জানাই, অচিরেই ইসরায়েলকে বয়কট করুন। পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান তারা।

ঝালকাঠি প্রতিনিধি:
গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও হরতাল পালন করেছে তৌহিদি জনতা। সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন জড়ো হয় শহরের ফায়ার সার্ভিস মোড়ে। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।

তৌহিদি জনতার ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। কর্মসূচি সফল করতে আগের দিন রাত থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী বলেন, “গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে। আমরা তৌহিদি জনতার এই উদ্যোগে সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করছি।”

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “তৌহিদি জনতার আয়োজনে সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে অবস্থান নেয়। কর্মসূচি চলাকালে শহরের যান চলাচল এবং দোকানপাট বন্ধ ছিল। তবে জরুরি সেবা অব্যাহত ছিল।”

জেলা সদর ছাড়াও রাজাপুর, নলছিটি, কাঁঠালিয়া উপজেলায় দিনব্যাপী বিক্ষোভ, মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গাজায় ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে শিশুর প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ২ টার দিকে তৌহিদী মুসলিম জনতার আহ্বানে মসজিদুল হুদা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার মসজিদুল হুদার সামনে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভকারীরা এসময় শিশুর প্রতীকী লাশ বহন করেন। তারা ইসরায়েল ও ইসরায়েলের মদদদাতা মার্কিন বিরোধী মিছিল দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল জলিল সরকার, মাওলানা মাসদূর রহমান, মওলানা সাহাদত বিন সফি, মওলানা মশিউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মওলানা এনামূল হক, মওলানা জিয়াউর রহমান, শিক্ষার্থী মুকুট মিয়া ও বিথী আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা নির্বিচারে মানুষ হত্যার জন্য ইসরাইলের প্রতি কঠোরভাবে ধিক্কার জানায়। তারা ইসরাইলের তৈরী পণ্য বর্জনের দাবী জানান। সমাবেশে একই সঙ্গে নজিরবিহীন এই হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধ করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহবান জানানো হয়।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম গণহত্যা আগ্রাসনের প্রতিবাদে ফুসে উঠেছে নওগাঁর আত্রাই উপজেলার সর্বস্তরের জনগণ। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাকান্ড বন্ধের আহবান জানায় আত্রাই উপজেলা বাসি।

সোমবার (৭ এপ্রিল) উপজেলা সদর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সডক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এ সময় বিক্ষোভকারিরা ফিলিস্তিন হামলা কেন জাতিসংঘের জবাব চায়, জিহাদ – জিহাদ – জিহাদ করে বাচতে চাই।

এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুসীল সমাজ, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করে। গনহত্যা বন্ধ করে আলআকসা আমাদের গর্ব এমন নানা স্লোগানে মুখর ছিল আত্রাই উপজেলা। সমাবেশে বক্তারা বলেন বিশ্ব বিবেক আজ নিচুপ কেন? ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ¯হানকে ঘিরে ইসরায়েল বাহীনির বর্ববরতা মানবতাবিরোধী অপরাধ অবিলম্বে গনহত্যা বন্ধের আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট জোর দাবি জানায়। সমাবেশের শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন ।

হিলি প্রতিনিধি:
ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হাকিমপুর হিলিতে তৌহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর হিলি হাকিমপুরের তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হিলি এল এস ডি গোডাউন মোড় থেকে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ওই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করতে হিলি হাকিমপুরের তৌহিদি জনতা রাজপথে নেমে আসে। বিক্ষোভ মিছিলে প্লে কার্ড, ফেস্টুন হাতে তৌহিদি জনতা একসঙ্গে শ্লোগান দেয়, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, গাজায় হামলা কেন? জাতিসংঘ জবাব চাই, ইসরাইলি পণ্য, বয়কট বয়কট, কোকাকোলা বয়কট বয়কট।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাঁজায় বিশ্ব গণহত্যা বন্ধ না হলে আমরা রাজপথে থাকার হুঁশিয়ারি দেয়। একই সাথে ইসরাইলি পণ্য বয়কট সহ বিক্রয় না করার আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন, বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার মুফতি নুরুল করিম, মুফতি জুবায়ের কবির হিলি কাছিমিয়া মাদ্রাসার পেশ ইমাম মওলানা হারুন মাজহারী, সাধারণ ছাত্র শাকিল আহমেদ সহ আরও অনেকে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদ গেটে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইসরাইলের পণ্য বর্জন করো করতে হবে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে,আমাদের মুসলিম ভাই গুলিতে মরল কেন জবাব দাও দিতে হবে, বিশ্বের সকল মুসলিম নেতা এক হও মুসলমান ভাইদের রক্ষা কর করতে হবে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করা মুসল্লিরা এমন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ সুজাউল করিম,সেক্রেটারি আবু সুফিয়ান, পৌর আমির আবুল বাশার, জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ শহীদুর ইসলাম মাসুমসহ অনেকেই।

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিন বাসীর বিরুদ্ধে চলমান নৃশংসতা ও পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।

আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তর চত্ত্বরে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এবং বিকেল ৫টায় উপজেলার দাউদপুর ডিগ্রী কলেজ থেকে বের হয়ে দাউদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিররতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। এসময় নবাবগঞ্জের সর্বস্তরের মানুষরা বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তৌহিদী জনতার উদ্যোগে পৌর শহরের গোহাটা মসজিদ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সাকের আহাম্মেদ, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি নাজির সিদ্দিকী, ইমাম ও মুয়াজ্জিন পরিষদেও পৌর শাখার সভাপতি মুফতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শরিফ বিন নূর ইমাম ও খতিব মাওলানা আঃ রাজ্জাক, মজিদপুর মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন প্রমূখ।

এ সময় বিক্ষোভকারী আমেরিকা ও ইজরাইলের জাতীয় পতাকায় অগ্নি সংযোগ ও তাদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার ও সকল শ্রেণীর মুসলিম তাওহীদি জনতা।

সোমবার (০৭ এপ্রিল) বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আসর নামাজ শেষে খন্ড খন্ড মিছিল এসে কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বাসস্ট্যান্ড চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, হজরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান মুফতি শামীম, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন নেতা আল মামুন আজাদী, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান ভুট্টো, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রবিউল আলম, হযরত তরিকুল ইসলাম, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম সহ ভূঞাপুরের শীর্ষস্থানীয় ওলামাগণ।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন- অতি বিলম্বে ইসরাইলের গাজাবাসীদের উপর হামলা বন্ধের দাবি জানান এবং ইসরাইলের সকল প্রকার পণ্য বয়কট করার ঘোষণা দেন তারা। তারা আরও বলেন – ইসরাইলের বিরুদ্ধে যেকোনো প্রকার জিহাদ করতে প্রস্তুত আছেন বলে জানান তারা। সমাবেশ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন- ভূঞাপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD