গাজাবাসীর প্রতি একাত্মতা: রাজাপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল Latest Update News of Bangladesh

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




গাজাবাসীর প্রতি একাত্মতা: রাজাপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

গাজাবাসীর প্রতি একাত্মতা: রাজাপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল




ঝালকাঠি প্রতিনিধি ॥ গাজায় ইসরায়েলের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ‘গাজায় গণহত্যা বন্ধ কর’ এবং ‘STOP GENOCIDE IN GAZA’ শিরোনামে ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এছাড়া ব্যানারে লেখা ছিল: “Our Demonstration in Solidarity with the Palestinian People Against the Israeli Genocide and Crimes Against Humanity in Gaza”।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, সদস্য সচিব মো. রফিক মৃধা, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. নাঈম, একাদশ শ্রেণির সভাপতি তাওহীদ, কলেজ ছাত্রদল নেতা রাকিবসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কর্মসূচি সম্পর্কে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। শিশু, নারী ও নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের আহ্বান জানাই।” তিনি আরও বলেন, “বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে আমরা এই কর্মসূচি পালন করছি। বাংলাদেশের তরুণ সমাজ সব সময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে রয়েছে।”

এছাড়া তিনি বলেন, “গাজায় যে বর্বরতা চালানো হচ্ছে তা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো। আমরা আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় এই অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।” ছাত্রদলের এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে ছাত্রদল গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও গণহত্যার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সেই সঙ্গে তারা বিশ্বসম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD