সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা: কর্মমূখি শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বৃহস্পতিবার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি পটুয়াখালীর-৩ আসনের সংসদ সদস্য এম এম শাহজাদা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: শাহীন শাহ্, জেলা নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউল হক, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী নাহিদ, এস,এম ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, ঠিকাদার মোফাজ্জেল হোসেন মাসুদ প্রমুখ।
এ প্রতিষ্ঠানটির প্রাথমিক ভাবে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৮৮লাখ। মেয়াদ কাল দেড় বছর। ভবনটির ৫তলা একাডেমিক ভবনের ৪তলা হবে প্রশাসনিক কার্যক্রম। এসএমএন্ডএসটি (জেবি)নামের সংস্থাটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবনটি নির্মান করবে। অত্র অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠিকে কর্মমূখী শিক্ষার মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে প্রধান অতিথির বক্তব্যে বলেন।
Leave a Reply