সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা:আগামী ১৪ই এপ্রিল বর্ষবরণ ১৪২৬-বঙ্গাব্দ নতুন বছরকে বরণ করার লক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার, গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. হুমায়ূন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার শাহ আলম প্রমুখ।এছাড়া বক্তব্য রাখেন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, চিকনিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মো. রিয়াদ হোসেন, গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালাম মো. ইছা ও বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার নুর ইসলাম ধলা, সাংবাদিক হারুন অর রশিদ ও মুশফিকুর রহমান রিচার্ট প্রমুখ।
আগামী পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ বর্ষবরণ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশসহ বাঙালি খাবার ও বিকাল ৩টায় বিভিন্ন সংগঠনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্মসূচি গ্রহন করা হয়েছে। উল্লেখ্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশক্রমে আইনগত বিধি নিষেধ থাকায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১ দিনের বৈশাখী মেলা আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণকে আনন্দ মুখর করার জন্য কর্মসূচি গ্রহন করেন।
Leave a Reply