সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা॥ সোমবার রাতে গলাচিপায় মাকসুদা বেগম(৩৫) নামের এক শিক্ষিকা করোনা সন্দেহে মারা গেছে। এছাড়া নতুন করে গলাচিপায় শিক্ষিকা ও কিশোরের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮জনে। মৃত্যু হয়েছে ১জনের। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ মনিরুল ইসলাম।
জানা গেছে, মাকসুদা বেগম উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগারী শাখার ফুড ও ভেজিটেবল বিষয়ের শিক্ষক ছিলেন। এছাড়া করোনায় আক্রান্ত ৬২বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষিকা পৌরসভার ৬ নং ওয়ার্ড ভিভিআইপি রোডের বাসিন্দা এবং ১৪বছর বয়সী কিশোর পৌরসভার গোডাউন রোডের বাসিন্দা।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ মনিরুল ইসলাম জানান, করোনা উপসর্গে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা যায়নি তবে করোনা নির্দেশনা অনুযায়ী লাশ দাফন করা হয়েছে।
Leave a Reply