শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় র্যাব-৮ এর সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি দল গলাচিপার পাতাবুনিয়া বাজারে তালুকদার মেডিসিন হাউসে অভিযান চালিয়ে মো. নুরুজ্জামান তালুকদার (৩৬) নামের ওই চিকিৎসককে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।
পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুরের মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে নুরুজ্জামান তালুকদার চিকিৎসা শাস্ত্রে না পড়েও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। তিনি মানবিক বিভাগে এইচএসসি পাস করেছেন বলে জানা গেছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন আটককৃত মো. নুরুজ্জামান তালুকদারকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করেন।
ওই ভুয়া চিকিৎসককে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেছে।
Leave a Reply