রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রবিউল ইসলাম নামের এক সুদ ব্যবসায়ীকে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। এ সময় তাকে গনপিটুনি দেওয়া হয়।রবিউল হরিণাকুন্ডু শহরের মুচিপাড়ার মৃত. নৈমদ্দিনের ছেলে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়, রবিউলের স্ত্রী ও দুই ছেলে থাকার পরও প্রতিবেশি হিন্দু সম্প্রদায়ের এক নারীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল। এ অবস্থায় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দেয়।ওই নারীর স্বামী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লম্পট রবিউল তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করে আসছে। ভয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি।
তবে ওই নারী জানান, রবিউল তাকে বিয়ে করেছে। তিনি রবিউলের স্ত্রী। ধর্মীয় অনুশাসনের কারণে তিনি আগের স্বামীর বাড়িতেই থাকেন।থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রবিউল ও উক্ত নারীকে পুলিশ হেফাজতে নিতে চাইলে স্থানীয় ৭নং ওয়ার্ডের কমিশনার আবু সাইদ রুনুর হস্তক্ষেপে নিতে পারেনি। এর আগেও এক নারীর সাথে একই কাণ্ড ঘটান তিনি।
Leave a Reply