শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির বড় আকারের একটি কচ্ছপ। আনুমানিক ২০ কেজি ওজনের কচ্ছপটির ডান পায়ে ক্ষত দেখা গেছে।
বৃহস্পতিবার সকালে সৈকতের জিরো পয়েন্টের কিছুটা পূর্ব দিকের একটি নির্জন স্থানে ভেসে আসে কচ্ছপটি। এ সময় কচ্ছপটি দেখতে সৈকতে ভিড় জমায় অসংখ্য মানুষ।
পটুয়াখালীর কলাপাড়ার জেলে বেলাল হোসেন জানান, কচ্ছপটি মাছ ধরার জালে আটকা পড়তে পারে। জাল ছিঁড়ে বের হওয়ার কারণে পায়ে ব্যথা পেয়েছে। এ কারণে অসুস্থ হয়ে গভীর সাগর থেকে তীরে চলে এসেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে অসুস্থ কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। চিকিৎসা দেয়ায় কচ্ছপটি কিছুটা নড়াচড়া করতে পারছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে
Leave a Reply