বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। এবার কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ ময়লা আবর্জনা ফেলছে কুয়াকাটা সৈকতের বেলাভূমে। সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দুরে পূর্বদিকে গঙ্গামতি লেকপাড়ে যেখানটায় সূর্যোদয় দেখতে পর্যটকরা প্রত্যুষে ভিড় করেন ওই পথে যেতেই বীচের উপরের অংশে ময়লা আবর্জনা ফেলে একাকার করে রাখা হয়েছে। অনেক ময়লা আবর্জনা ভরা জোয়ারের ঢেউতে সাগরের পানিতে মিশছে। একেতো বীচের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন হয়না নিয়মিত, তার উপরে খোদ পৌরসভা কর্তৃপক্ষ এসব ময়লা আবর্জনা গড়িতে বোঝাই করে বীচের পাশে ফেলে রাখায় বীচ নোংরা হয়ে যাচ্ছে। দূষণে হুমকিতে পড়ছে পরিবেশ-প্রতিবেশ।
প্রায় তিন শ’ বর্গফুট এলাকা জুড়ে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার স্তুপ পড়ে আছে। স্থানীয় এক জেলে জানান, পৌরসভার গাড়িতে করে এসব ময়লা এখানে ফেলা হচ্ছে। বিভিন্ন ধরনের ময়লা বর্জ্যে দূর্গন্ধ ছড়াচ্ছে। দোকানপাটের পচনশীল ময়লা-আবর্জনায় ওই পথে বীচপারে হাঁটা যায় না। পূর্ণিমা কিংবা অমাবস্যার অস্বাভাবিক জোয়ারের ঝাপটায় ফেলে রাখা কয়েকটন ময়লা আবর্জনা সাগরের পানিতে মিশলে দূষনের শঙ্কা রয়েছে।
সাগরের মাছ ধরা জেলেরা পর্যন্ত এ নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেছেন। কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, ওই স্পটে ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে। বর্তমানে এসব ময়লা ছাড়াও বীচের জিরো পয়েন্টের পশ্চিম দিকে কাঁকড়া ফ্রাই করার দোকানের পাশেই ময়লা আবর্জনাসহ বিভিন্ন বর্জ্যে একাকার হয়ে আছে। পর্যটকরা এসব পথে স্বস্তিতে চলাফেরা করতে পর্যন্ত পারছে না। পরিচ্ছন্ন কুয়াকাটা সৈকতের পরিবেশ রক্ষায় পর্যটকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply