শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া থেকে কুয়াকাটা, প্রতিনিধি :
কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের গোড়াআমখোলাপাড়া থেকে ৪৪২ লিটার চোলাই মদসহ ২ রাখাইন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার গভীর রাতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। আটককৃতরা হলেন উংথাছি রাখাইনের ছেলে অংছান (৪৫) ও কুয়াকাটা পঞ্চায়েত পাড়ার চোম্যায়া রাখাইনের ছেলে মংচোমিন (২২)।
রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের পটুয়াখালী ক্যাম্পের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার সকালে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খানের নেতৃত্বে মহিপুর থানাধীন গোড়াআমখোলার রাখাইন পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অং ছান ও মংচোমিনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক অংচানের বসতবাড়ী তল্লাশী করে ৪৪২ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ ব্যাপারে মহিপুর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
Leave a Reply