সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রোপণকৃত কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। ১৯৯৮ সালের ১৪ মার্চ হলিডে হোমস্ উদ্বোধনকালে বর্তমান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ হাতে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন। এর মধ্যে দীর্ঘ পরিচর্যার পর এ বছর কাঁঠাল গাছটিতে ৪টি কাঁঠাল ধরেছে। কুয়াকাটার পর্যটন হলিডে হোমসে ঢুকতেই উত্তর পাশে এ গাছটির অবস্থান।
গাছটির নিচে প্রধানমন্ত্রীর নামসহ একটি ‘নামফলক’ রয়েছে। এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসার প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছটি পরিদর্শন করেছেন।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা জানান,পর্যটন হলিডে হোমস উদ্বোধকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাঁঠাল গাছটি রোপণ করেন। তার নিজ হাতে রোপণকৃত গাছে কাঁঠাল ধরেছে।
কুয়াকাটার পর্যটন হলিডে হোমস’র ব্যবস্থাপক সুবাষ চন্দ্র নন্দী বলেন, আমি প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছগুলো পরিচর্যা করে আসছি। এরমধ্যে কাঁঠাল গাছটিতে এ বছর ৪টি কাঁঠাল ধরেছে। এখন পর্যন্ত কাঁঠালগুলো পরিপক্ক হয়নি। তবে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছে কাঁঠাল ধরেছে, এ খবরটি শুনে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের অভ্যন্তরে গাছটি পরিদর্শন করতে গিয়ে ছিলাম।
Leave a Reply