শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
কুয়াকাটা প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটা লক্ষ্মীরহাট খেঁয়াপাড় এলাকায় আব্দুর রব ফকির নামে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাপলী বাজার থেকে বাড়ি ফেরার পথে তার আকস্মিক মৃত্যু ঘটে।
করোনায় আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মারা গেছেন- এমন প্রচার চালানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে লাশের ধারে-কাছেও যায়নি কেউ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্বাস্থ্য বিভাগ ও মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তার বাড়ি লতাচাপলী (কুয়াকাটা) ইউনিয়নের তাহেরপুর গ্রামে পৌঁছে দেয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার জানান, করোনা নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই বৃদ্ধ। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। মৃত ব্যক্তির করোনার কোনো উপসর্গ ছিল না। তাকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মৃত ব্যক্তি এর আগেও দু’বার স্ট্রোক করেছিলেন শুনেছি। তিনি করোনা রোগী ছিলেন না।
Leave a Reply