রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি : আজ মহান বিজয় দিবস। বিজয় দিবসে পর্যটন নগরী কুয়াকাটায় পৌর আওয়ামীলীগ, কুয়াকাটা পৌরসভা,কুয়াকাটা প্রেসক্লাব, টোয়াক, নৌ পুলিশ ফাড়ি, মহিপুর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক গোষ্টি পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভার আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করেন।
সকাল ১০ টায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লার নেতৃত্বে বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে পর্যটন কর্পোরেশন মাঠে গিয়ে শেষ হয়।
একই সময় কুয়াকাটা পৌরসভা একটি র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার সহ পৌর কাউন্সিলর বৃন্দ। এদিকে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়,কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা, ৬০ নং লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, মুক্তিযোদ্ধো মেমোরিয়াল ডিগ্রি কলেজ পৃথক পৃথক র্যালী নিয়ে পৌর আওয়ামীলীগের বিজয় র্যালীতে গিয়ে অংশ গ্রহন করেন।
পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আঃ বারেক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা মমবঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান স্যার,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভূইয়া, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্বাছ কাজী, পৌরসভার সাবেক ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মজিবুর রহমান প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী।
অন্যদিকে পৌরসভা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক এম এ বারি আজাদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর শহীদ দেওয়ান।
Leave a Reply