রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে মো. শাহীন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, ঘটনার দিন সকালে উপজেলার সোনাহার এলাকার ওই নারী ধনতলা গ্রামে আইজুল ইসলামের বাড়িতে ঋণের কিস্তি টাকা দিতে যান। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে স্থানীয় আব্দুল হামিদের ছেলে মো. শাহীন তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে গৃহবধূ বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং রাতেই দেবীগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন পলাতক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার কুন্ডু বলেন, বুধবার রাতে শাহীন নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত শাহীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply