বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে নিয়মিত এমভি জাহিদ ও এমভি সুন্দরবন লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকার সবুজবাগ রোডে আমির হোসেনের নেতৃত্বে এবং যাত্রী কল্যাণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাসুদ রানা, মো. আলম শেখ, আমির হোসেন প্রমূখ। উল্লেখ্য, দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র কালাইয়া থেকে দৈনিক শত শত যাত্রী ঢাকা আসা যাওয়া করে। অবৈধ রোটেশন পদ্ধতিতে যাত্রীদের জন্য দৈনিক একটি করে লঞ্চ থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এক্ষেত্রে লঞ্চ কর্তৃপক্ষের খামখেয়ালিপণার কারণে লঞ্চ ছাড়া এবং গন্তব্যে পৌঁছার সময়ও অনেক বেশি নেয়া হচ্ছে। এর ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
Leave a Reply